খুঁজুন
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১

ডোমারে সড়ক সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
ডোমারে সড়ক সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ডোমার-চিলাহাটি প্রধান সড়কের সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় মোড়ে ভুক্তভোগী সাধারণ জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনজারুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারিক, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য মোঃ সবুজ ইসলাম, উপজেলা যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ রাশেদ মান্নান, ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ নাহিদ হাসান বিপ্লব, ছাত্রদল নেতা মোঃ সজিব সরকার প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঠিকাদারের দায়িত্ব থাকা সত্ত্বেও সংস্কারাধীন সড়কে নিয়মিত পানি না দেওয়ার কারণে ব্যাপক ধুলো সৃষ্টি হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া সড়কটির জরাজীর্ণতার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার কথা বলেন তারা। আগামী এক মাসের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের আহ্বানে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি সফলের লক্ষ্যে একাত্মতা প্রকাশ করে নীলফামারীর ডোমারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা শহরের বাটার মোড় থেকে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিক, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, তরুণ ইসলামী আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, রেদোয়ানুল আমিন রিফাত প্রমুখ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলায় নিন্দা সহ বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। পরে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের হেফাজত সহ মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের আহ্বানে দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক মিছিল কর্মসূচি পালন করেছে সাধারণ মুসলিম জনতা। এছাড়াও বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রনির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি চৌরাস্তায় স্থানীয় যুব সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত রনির গ্রেপ্তার দাবি করেন অংশগ্রহণকারীরা।

স্থানীয়রা জানান, শনিবার (৫ই এপ্রিল) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকা শরীফ এলাকার পাইকারটারী গ্রামে রফিকুলের শিশুকন্যা (৭)-কে তার ছেলে হাবিব (৮) গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বস্তা আনতে বলে। এসময় শিশুকন্যাটি বাড়ির উদ্দেশ্যে বস্তা আনতে গেলে পথিমধ্যে ওতপেতে থাকা প্রতিবেশি ফজলুর রহমানের ছেলে রনি (২৪) তাকে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সেসময় ভুক্তভোগী শিশুটির আর্তচিৎকারে তার ভাই হাবিব দূর থেকে দেখতে পেয়ে দৌঁড়ে এসে চিৎকার চেচামেচি করলে রনি পালিয়ে যায় বলে জানা গেছে। এসময় হাবিব শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন দ্রুত নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে এব্যাপারে এখন অব্ধি কোনো মামলা হয়নি।

মানববন্ধনকারীরা কর্মসূচি পালন শেষে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযুক্ত রনির গ্রেপ্তারের দাবি জানান।

এবিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী থেকে খলিলুর রহমান ডাবলু (৬০) নামের এক মাংস বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ই এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার থেকে অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাবলু ইউনিয়নটির ৮নং ওয়ার্ডের বেতগাড়া ডাক্তারপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর পুত্র। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা।

পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ গোলাম মির্জা শনিবার (৫ই এপ্রিল) রাতে গ্রেপ্তারকৃত খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮শে মার্চ (শুক্রবার) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্ত ডাবলুর বাড়ির সামনে শিশুটি খেলাধুলা করছিল। এসময় অভিযুক্ত তাকে একা পেয়ে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে সটকে পড়েন ডাবলু।

ঘটনার বিষয়ে শিশুটির স্বজনরা জানান, অভিযুক্ত মাংস বিক্রেতা খলিলুর রহমান ডাবলু তার নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটির সাথে অনৈতিক আচরণ করেন। পরবর্তীতে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনাটির তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার।

এব্যাপারে জানতে অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে ঘটনাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্তের ছেলে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রতিপক্ষরা আমার বাবার নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।

এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ গোলাম মির্জা বাদী হয়ে খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ধঞ্চনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

"> ">
ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ ডোমারে সড়ক সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ডোমারে ‘সবার পাঠশালা’-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে সবার পাঠশালার কমিটি গঠন ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ডোমারে রেনেসাঁ একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান চিলাহাটিতে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে ভাই-ভাই মারামারি, অস্ত্রাঘাতে আহত-১ ডোমারে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে আনসার ও ভিডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ডোমারে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত ডোমারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত  উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ডোমারের হরিণচড়ায় ভিজিএফ চাল বিতরণ ভোগডাবুরী ইউনিয়ন শাখা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন বরগুনায় স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর পরামর্শ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি ইটভাটা বন্ধ করলো প্রশাসন গণঅভ্যুত্থান স্মরণে রংপুরে জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন