খুঁজুন
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১

জাতীয় গৃহায়ণের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে যশোর আদালতে মামলা

✍ মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
জাতীয় গৃহায়ণের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে যশোর আদালতে মামলা

হাউজিং এষ্টেট উপশহর যশোরের বি ব্লক বাসা নং ১৮৪ এর প্রকৃত মালিক কে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বাড়িটির প্রকৃত মালিকানা দাবি করে একটি পক্ষ যশোর সদর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের স্মরনাপন্ন হলে আদালতের পিটিশনের মাধ্যমে বাড়িটির বিষয়ে বেরিয়ে এসেছে অজানা তথ্য। বাড়িটির প্রকৃত মালিক দাবি করে বাদি পক্ষ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গণপূর্ত ভবনের চেয়ারমান ১৩জনকে বিবাদী করে সহকারী জজ আদালতে পিটিশন দায়ের করেন। সহকারী জজ আদালতের মামলা নং ২৪/২২। বর্তমানে মামলাটি জজ আদালতের আদেশের জন্য আছেন। যার নং ৫৯/২২। মামলায় বাদি পক্ষ হচ্ছেন, সেক্টর-০৫, উপশহর বর্তমানে বিসিক শিল্প এলাকা,ঝুমঝুমপুর,১নং গলি ৩নং প্লট, তাজামুল হক খানের ছেলে জামিল খান,জলিল খান,মোজাম্মেল খান ও মৃত তাজামুল হক খানের ছেলে হাসিনা খাতুন। পিটিশনে বিবাদীরা হচ্ছেন, ঢাকা সেগুন বাগিচার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান,সচিব, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক যশোর ও সভাপতি উপশহর হাউজিং এস্টেট , জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী জাতীয় গৃহায়তন কর্তৃপক্ষ খুলনা,উপ বিভাগীয় প্রকৌশলী যশোর উপবিভাগ,খুলনা ডিভিশন,খালিশপুর খুলনা, প্রশাসনিক কর্মকর্তা খুলনা হাউজিং এষ্টে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ,বয়রা,খুলনা,উপসহকারী প্রকৌশলী যশোর উপবিভাগ,খুলনা ডিভিশন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর, চেয়্যারমান ৫নং উপশহর ইউনিয়ন পরিষদ উপশহর যশোর, প্রশাসনিক কর্মকর্তা যশোর হাউজিং এষ্টেট উপশহর যশোর, যশোর সদর উপজেলার বিরামপুর লিচুতলার আব্দুল হকের ছেলে বিল্লাল হোসেন ও হাউজিং নং বি ব্লক বাসা নং ১৮৪ আলমগীরের ছেলে আরিফ।

বাদি পক্ষ আদালতের আরজিতে উল্লেখসহ দাবি করেন, তার চাচা ইসরাইল খান গত ১০/১২/২০০২ইং তারিখের মৃত্যু বরন করা পর্যন্ত উপশহর বি ব্লক বাসা নং ১৮৪ নং বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি তার জীবদ্দশায় পুলিশ বাহিনীতে সরকারী চাকুরী করতেন এবং তৎকালীন আর্মস পুলিশের সুবেদার যার ব্যাচ নং ১০৮৫,রেলওয়ে সৈয়দপুর জেলা রংপুরের অধীনে কর্মরত ছিলেন। উপশহর চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র অনুযায়ী ইসরাইল খান মৃত্যুবরণ করার পর তিনি তার একমাত্র ভঅই মৃত তাজামুল হক খানের তিন পুত্র সন্তান এবং তাজামুল হক খানের স্ত্রী হাসিনা খাতুনকে রেখে মৃত্যু বরণ করেন এবং মৃত ইসরাইল খান তার ভাইয়ের তিন ছেলে বাদি পক্ষ জামিল খান,মোজাম্মেল খান,জলিল খান এবং তাদের মাতা তথা মৃত তাজামুল হক খানের স্ত্রী হাসিনা খাতুন বাদি পক্ষই তার উক্ত বাড়ির ওয়ারিশ এবং মালিক হন। যে কারনে বাদি পক্ষ মৃত ইসরাইল খান এর বৈধ ওয়ারিশ এবং মালিক হওয়ায় তারা বিজ্ঞ আদালতে বাড়িটি দাবি করে পিটিশন দায়ের করেন। বাদি তিন ভাইয়ের চাচা ও হাসিনা খাতুনের ভাসুর ইসরাইল খান ওরফে এছরাইল খাঁনের জীবদ্দশায় যশোর পুলিশে কর্মরত ছিলেন।যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের তৎকালীন আর্মস পুলিশের সুবেদার হিসেবে রেলওয়ে সৈয়দপুর জেলা রংপুরে কর্মরত ছিলেন।

 

সর্বশেষ তিনি যশোর পুলিশ লাইন থেকে সুবেদার হিসেবে অবসর গ্রহন করেন। অবসর গ্রহন করার পর তার যশোর শহর বা শহরের আশপাশের তার বা তার পৈষ্যদের বসবাস করার কোন স্থায়ী বাড়িঘর না থাকায় তিনি নিজের এবং তার পৈষ্যদের থাকার জন্য যশোর হাউজিং এষ্টেটএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করে এবং বিগত ১৬/০৫/১৯৬৬ ইং সোনালী ব্যাংক যশোর বরাবর ১৮০ টাকা জমা প্রদান করে যার চালান নং ১৩৭/১৭১ তারিখ ১৬/০৬/১৯৬৬ইং প্রদান করে বরাদ্দ পত্র মেমো নং ২৩১ এইচ,ই তারিখ ২৮/০৬/১৯৬৬ ইং উক্ত বাড়িটি নিজের ভোগ দখল করে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে বসবাস অব্যাহত রাখেন। উক্ত বাড়িটি বিবাদী পক্ষের লীজ বরাদ্দের নিয়মানুযায়ী ২৭শ’ টাকা করে সর্বমোট ৪কিস্তিতে পরিশোধ করার পর হাউজিং কর্তৃপক্ষ লীজ গৃহীতার অনুকুলে লীজকৃতবাড়ি রেজিষ্ট্রি দলিল করে মালিকানা কাগজপত্রসহ সবকিছু বুঝিয়ে দেয়ার কথা কিন্ত বাদি পক্ষের পূর্ববর্তী ইসরাইল খান সময়মত সবগুলি কিস্তি পরিশোধ করার পরও হাউজিং এষ্টেট যশোর বাদি পক্ষের পূর্ববর্তী ইসরাইল খানকে তার প্রাপ্য বাড়িটি বুঝে না দিয়ে আজ না কাল করে অমানবিক ভাবে ঘুরাতে থাকে এবং তার জীবদ্দশায় তার ন্যায্য প্রাপ্য বাড়িটি বুঝে না দেওয়ায় তাকে সারাটি জীবন চরম হতাশা,দুঃচিন্তা ও মনোকষ্ট ভুগে ভুগে তাকে নিঃশেষ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে।

ইসরাইল খানের মৃত্যুর পূর্বে তৎকালীন হাউজিং এষ্টেট এর প্রশাসনিক কর্মকর্তা যশোর এর গত ৪/৩/৯০ নিয়ম অনুযায়ী ইতিপূর্বে ইসরাইল খান নির্ধারিত সময়ের মধ্যেই বাড়ির শেষ কিস্তির টাকা যার বহি নং ১০৯৪,পাতা নং ২০ তারিখ ১৬/৫/৮৩ ইং। এরপর সকল কাগজপত্র দাখিল করার পরও তার নামে রেজিষ্ট্রি করে না করে দেয়ায় ইসরাইল খান চরমভাবে হতাশা গ্রস্থ্য ও দুঃখ পেয়েছিলেন। বাড়িটির স্বপক্ষে বৈধ কাগজপত্র ও ৪ কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করে দেওয়ার পর হাউজিং কর্তৃপক্ষ রেজিষ্ট্রি করে না দেওয়ায় চরমভাবে গাফিলাতি করেছেন বলে বাদি পক্ষ মনে করেছেন। বাদি পক্ষ যশোর হাউজিং এষ্টেটের প্রশাসিনক কর্মকর্তার অফিসে গত ১০/০১/২০২২ ইং সোমবার বেলা ১১ টায় যেয়ে উক্ত বাড়িটি তাদের নামে রেজিষ্ট্রি করে দেয়ার জন্য অনুরোধ জানালে ওই কর্মকর্তা তাদেরকে অফিস থেকে বের করে উল্টো প্রাণ নাশের হুমকী দেয় বলে মামলার পিটিশনে বাদি উল্লেখ করেন।

ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের আহ্বানে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি সফলের লক্ষ্যে একাত্মতা প্রকাশ করে নীলফামারীর ডোমারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা শহরের বাটার মোড় থেকে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিক, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, তরুণ ইসলামী আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, রেদোয়ানুল আমিন রিফাত প্রমুখ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলায় নিন্দা সহ বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। পরে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের হেফাজত সহ মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের আহ্বানে দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক মিছিল কর্মসূচি পালন করেছে সাধারণ মুসলিম জনতা। এছাড়াও বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

ডোমারে সড়ক সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
ডোমারে সড়ক সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ডোমার-চিলাহাটি প্রধান সড়কের সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় মোড়ে ভুক্তভোগী সাধারণ জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনজারুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারিক, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য মোঃ সবুজ ইসলাম, উপজেলা যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ রাশেদ মান্নান, ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ নাহিদ হাসান বিপ্লব, ছাত্রদল নেতা মোঃ সজিব সরকার প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঠিকাদারের দায়িত্ব থাকা সত্ত্বেও সংস্কারাধীন সড়কে নিয়মিত পানি না দেওয়ার কারণে ব্যাপক ধুলো সৃষ্টি হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া সড়কটির জরাজীর্ণতার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার কথা বলেন তারা। আগামী এক মাসের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রনির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি চৌরাস্তায় স্থানীয় যুব সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত রনির গ্রেপ্তার দাবি করেন অংশগ্রহণকারীরা।

স্থানীয়রা জানান, শনিবার (৫ই এপ্রিল) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকা শরীফ এলাকার পাইকারটারী গ্রামে রফিকুলের শিশুকন্যা (৭)-কে তার ছেলে হাবিব (৮) গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বস্তা আনতে বলে। এসময় শিশুকন্যাটি বাড়ির উদ্দেশ্যে বস্তা আনতে গেলে পথিমধ্যে ওতপেতে থাকা প্রতিবেশি ফজলুর রহমানের ছেলে রনি (২৪) তাকে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সেসময় ভুক্তভোগী শিশুটির আর্তচিৎকারে তার ভাই হাবিব দূর থেকে দেখতে পেয়ে দৌঁড়ে এসে চিৎকার চেচামেচি করলে রনি পালিয়ে যায় বলে জানা গেছে। এসময় হাবিব শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন দ্রুত নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে এব্যাপারে এখন অব্ধি কোনো মামলা হয়নি।

মানববন্ধনকারীরা কর্মসূচি পালন শেষে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযুক্ত রনির গ্রেপ্তারের দাবি জানান।

এবিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"> ">
ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ ডোমারে সড়ক সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ডোমারে ‘সবার পাঠশালা’-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে সবার পাঠশালার কমিটি গঠন ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ডোমারে রেনেসাঁ একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান চিলাহাটিতে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে ভাই-ভাই মারামারি, অস্ত্রাঘাতে আহত-১ ডোমারে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে আনসার ও ভিডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ডোমারে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত ডোমারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত  উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ডোমারের হরিণচড়ায় ভিজিএফ চাল বিতরণ ভোগডাবুরী ইউনিয়ন শাখা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন বরগুনায় স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর পরামর্শ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি ইটভাটা বন্ধ করলো প্রশাসন গণঅভ্যুত্থান স্মরণে রংপুরে জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন