মহাদেবপুরে জমি সংক্রান্ত জের ধরে গাছ কাটার অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে আদালতে বাটোয়ারা মামলা চলমান থাকা অবস্থায় পেশী ও ক্ষমতার জোর দেখিয়ে এক কৃষকের জমি দখলের চেষ্টা করে ৬০ টি ইউক্যালপ্টাস এবং ১০ টি আম গাছ ও ছয়টি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৮ টায় ১০ নং ভীমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের মোঃ শফির উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলামের (৪৫) ওয়ারিশ সূত্রে জমি ভোগ দখল করে আসছেন, জমিতে ফলজ এবং বিভিন্ন প্রকার গাছ রোপন করে বাগান করেন বলে জানা যায়।
এ বিষয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ আব্দুস সালাম (৪০) এর নেতৃত্বে জোবায়ের হোসেন বাইল্লা (২৮) খাইরুল ইসলাম (৩২) আইয়ুব হোসেন দিপু (২৫) আলতাব হোসেন (৫৫) মোহাম্মদ মাজেদ হোসেন (৫৭) সহ ১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখল এবং জমিতে থাকা ইউক্যালিপটাস গাছ , আমের গাছ ও মেহগনি গাছ কেটে ফেলেন এবং আমার জমি দখল নেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, গত ৬ আগস্ট পুলিশ বাহিনী কর্ম বিরতিতে থাকায় এবং উক্ত জমিতে নওগাঁ আদালতে ফৌজদারি ও বাটোয়ারা মামলা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা আদালতের রায় উপেক্ষা করে তারা জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করেন।
আমার লাগানো জমিতে থাকা গাছগুলোর বর্তমান মূল্য ১ লক্ষ ৮৭ হাজার টাকা।
মামলার সূত্রে জানা গেছে, মোহাম্মদ জাহিদুল ইসলাম (৪৫) বাদী হয়ে ৬ই আগস্ট মঙ্গলবার ২০২৪ ইং তারিখে উক্ত জমিতে এসে প্রাণনাশের হুমকি দিয়ে বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি সোটা নিয়ে জমি দখল এবং গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করে।
মোঃ আব্দুস সালাম (৪০) এর নেতৃত্বে জোবায়ের হোসেন বাইল্লা (২৮) খাইরুল ইসলাম (৩২) আইয়ুব হোসেন দিপু (২৫) আলতাব হোসেন (৫৫) মো:মাজেদ হোসেন (৫৭) ১২ জনসহ অজ্ঞাতনামা ৪৫/৫০ কে আসামি করে নওগা বিজ্ঞ ৩ নম্বর মহাদেবপুর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।
মামলাটি সুস্থ তদন্ত সাপেক্ষে দ্রুত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে প্রার্থনা করেন।
আপনার মতামত লিখুন