খুঁজুন
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২

সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা।

লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ণ
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি।

ছবিতে দেখা যায়, বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে টানা তিনবারসহ মোট চারবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার জমজ সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি তিন সন্তানের জনক।

নববর্ষ-১৪৩২ উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ

‘এসো মিলি বাঙালির প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ করেছে ডোমারবাসী। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বাঙালিয়ানায় মেতে ওঠে সবাই।

বাংলা নতুন বছরের পহেলা বৈশাখের প্রভাতে তথা সোমবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় ডোমার উপজেলা প্রশাসন, পৌরসভা ও নাট্য সমিতির যৌথ আয়োজনে পৌর এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠান সহ সর্বসাধারণের অংশগ্রহণে শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা, প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও মাধ্যমিক শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

— পুরষ্কার বিতরণ।

এসময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনভর অনুষ্ঠিত মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন বর্ণিল সাজসজ্জায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায়ও অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একই দিন, সন্ধ্যা ৭টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় লোক সাংস্কৃতিক উৎসব। সেখানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন প্রমুখ। সাংস্কৃতিক উৎসবে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের নৃত্য, সঙ্গীত, অভিনয় পরিবেশন করে।

ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর

নীলফামারীর ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় আনুষ্ঠানিকভাবে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ আড়াই লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করা হয়েছে আজ।

বুধবার (৯ই এপ্রিল) সকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ’র কাছে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি মোঃ কোহিনূর ইসলাম, নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার মোঃ শাফিউল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি শ্রী বিনয় রায়, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, নির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের পরিচালক মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানা যায়, ডোমার উপজেলা স্কাউটসের বাস্তবায়নে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করায় রূপালী ব্যাংক লিমিটেডের মাধ্যমে ডোমার উপজেলা স্কাউটসকে বাস্তবায়ন বাবদ ২ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এবিষয়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ বলেন, ‘গতবছর সফলভাবে ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী সম্পন্ন করায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক সম্মানিত করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ মহোদয়ের অনবদ্য কৃতিত্বে কাব ক্যাম্পুরীটি সম্পন্ন হওয়ায় তাকে ও বাংলাদেশ স্কাউটস কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ডোমার উপজেলা স্কাউটসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’

ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ

মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’-স্লোগানকে সামনে রেখে কাজ করে যাওয়া নীলফামারীর ডোমার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনব্লাড ব্যাংক জোড়াবাড়ী’-এর উদ্যোগে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ই এপ্রিল) বিকালে উপজেলার মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান কার্যালয়ে ব্লাড ব্যাংক জোড়াবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত পরীক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ব্লাড ব্যাংক জোড়াবাড়ীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ সোহেল রানা।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, সহ-সভাপতি হাফেজ মোঃ মজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলাম মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাজ্জাক ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় এসএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। পরে, এলাকার অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনটির নেতারা।

"> ">
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে ঈদ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ ডোমারে সড়ক সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ডোমারে ‘সবার পাঠশালা’-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে সবার পাঠশালার কমিটি গঠন ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ডোমারে রেনেসাঁ একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান চিলাহাটিতে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে ভাই-ভাই মারামারি, অস্ত্রাঘাতে আহত-১ ডোমারে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে আনসার ও ভিডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ডোমারে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত ডোমারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত  উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল