সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে
ডোমারের বোড়াগাড়ীতে যুবদলের মতবিনিময় সভা

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী যুবদল।
শুক্রবার (৩১শে জানুয়ারী) বিকালে উপজেলার বোড়াগাড়ী বাজারে ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।
ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ আনারুল হক আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত বক্তব্য রাখেন।
সংগঠনটির বোড়াগাড়ী ইউনিয়ন শাখার সদস্য সচিব মোঃ ফারুক আহম্মেদের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বায়েজিদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ সহ উপজেলা শাখা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওয়ার্ড পর্যায়ে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার দিকনির্দেশনা দেন বক্তারা। এছাড়া ঐকবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন