ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃক দরিদ্র ও সুবিধাবঞ্চিত খামারিদের মাঝে উন্নত জাতের পাঠা ছাগল এবং ছাগলের ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০শে মে) বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় পাঁঠা ও পাঁঠার ঘর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, এ প্রকল্পের আওতায় ৩৫ জন সুফলভোগীদের মাঝে দুইটি করে পাঠা ছাগল ও একটি করে ঘর বিতরণ করা হয়।
সুফলভোগীদের একজন জানান, “সরকারের এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা এখন নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে ভালোভাবে চালাতে পারব।”
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত খামারিগণ এই ছাগল পালন করে স্বাবলম্বী হবে এবং তাদের দারিদ্র্য বিমোচন হবে। এলাকার যত ছাগল আছে সেগুলো প্রজনন করে আমাদের দেশের ছাগলের উৎপাদন বাড়াবে। নির্ধারিত ফি নিয়ে তারা এ সেবা প্রদান করবেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছাঃ হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ এনামুল হক, ,ডা.মো.শামসুর রহমান সুমন সহ সুফলভোগী খামারিবৃন্দ।
আপনার মতামত লিখুন