ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি)-এর আওতায় নীলফামারীর ডোমারে তিনতলা ভিত বিশিষ্ট উপজেলা স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ।
রবিবার (৪ঠা মে) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ’র সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি কোহিনূর ইসলাম, জেলা স্কাউট কমিশনার মোঃ সাফিউল ইসলাম, ডোমার উপজেলা স্কাউট কমিশনার মোছাঃ নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সহ-কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেরাজুল ইসলাম, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সভাপতি মোঃ রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য প্রমুখ সহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বটগাছের চারা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম নিম গাছের চারা রোপণ করেন। এর আগে, প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন স্কাউটস সদস্যরা।
উল্লেখ্য, ডোমার পৌরসভার বাস্তবায়নে ঠিকদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স শেখর চন্দ্র সাহা ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করবে। যার চুক্তি মূল্য ধরা হয়েছে প্রায় ১৮ লাখ ১৯ হাজার ৭৩৬ টাকা।
আপনার মতামত লিখুন