ডোমারে সাবেক ভাইস-চেয়ারম্যান সহ গ্রেপ্তার-৫

নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে সাবেক ভাইস-চেয়ারম্যান দিলীপ মুখোপাধ্যায় সহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২শে এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী দিলীপ কুমার মুখোপাধ্যায় (৪৮), পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সহ-সভাপতি মোঃ বাবুল (৬০), গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: মিজানুর রহমান মানিক (৫০), হরিণচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মুজিবুল ইসলাম (৫০) ও ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ওয়ার্ড সভাপতি মোঃ রাকিবুজ্জামান (৩৩)।
থানা সুত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় ৪ জন এবং অন্য আরেকটি মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন