খুঁজুন
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে করণীয়

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
<h1 class=শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে করণীয়" title="">

বাচ্চাদের খুব কমন একটি সমস্যা ‘কোষ্ঠকাঠিন্য’। বাচ্চাকে নিয়ে এই সমস্যায় পড়েনি এমন মা-বাবা খুঁজে পাওয়া কঠিন। সপ্তাহে তিনবারের বেশি টয়লেট না হওয়া বা টয়লেট করার সময় শিশু যদি ব্যথা পায় ও কষ্ট অনুভব করে, তাহলে শিশুটি কোষ্ঠকাঠিন্যে ভুগছে বলে ধরে নেওয়া হয়। সাধারণত তিন থেকে পাঁচ বছরের শিশুদের কোষ্ঠকাঠিন্য হতে বেশি দেখা যায়। কিন্তু এর থেকে ছোট শিশুদেরও এই সমস্যা হতে পারে। চলুন তাহলে জেনে নিই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কেন হয় এবং এ ক্ষেত্রে বাবা-মায়ের করণীয় কী। কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ
১.খাওয়া-দাওয়া ঠিকমতো না হওয়া
শিশুকে কৌটার দুধ খাওয়ালে এবং তা সঠিক পদ্ধতিতে তৈরি করতে না পারলে শিশুর কোষ্ঠকাঠিন্য হয়। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে মায়েরা শিশুকে খুব পাতলা করে দুধ তৈরি করে খাওয়ান। কিন্তু দুধ পাতলা করে তৈরি করলে তাতে পর্যাপ্ত খাদ্যসার থাকে না। ফলে শিশুর মল তৈরি হতে পারে না। এ ছাড়া যেসব শিশু দুধ ছাড়া অন্যান্য খাবার খাওয়া শুরু করেছে, তাদের খাবারে ফাইবারের পরিমাণ পর্যাপ্ত না থাকলে কোষ্ঠকাঠিন্য হবে। শাকসবজি, ফলমূল এসব খাবার কম খাওয়া বা একদমই না খাওয়ার কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে।
২. কম পানি খাওয়া
শিশুকে পরিমাণের তুলনায় পানি কম খাওয়ালে সে কোষ্ঠকাঠিন্যে ভুগবে। পানি কম খেলে শরীর পানিশূন্য হয়ে যাওয়া স্বাভাবিক।
৩. অভ্যাস না করানো
শিশুকে সময়মতো প্রতিদিন টয়লেটের অভ্যাস করানো ভালো। কেননা অনিয়মিতভাবে টয়লেট করালে বা অভ্যাস না করালে সহজেই শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
৪. ভীতি
একবার কোনো শিশুর কোষ্ঠকাঠিন্য হলে টয়লেট করার ব্যাপারে তার মনে এক ধরনের ভীতির জন্ম নেয়। সে মনে করে টয়লেট করতে গেলে বুঝি আবার কষ্ট হবে। এটা চিন্তা করে সে মল চেপে রাখার চেষ্টা করে। এর ফলে কোষ্ঠকাঠিন্য হয়ে যায়।
৫. অসুখ-বিসুখ
কিছু কিছু অসুখ-বিসুখের ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে-
মলদ্বারে ফিশার বা ক্ষত
মলদ্বারের বা মলনালীর অস্বাভাবিক গঠন
অন্ত্রের আবদ্ধতা
হার্সপ্রাং ডিজিজ
থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা হ্রাস প্রভৃতি
৬. ওষুধপত্র
কিছু কিছু ওষুধ ব্যবহারের ফলে কোষ্ঠকাঠিন্য হয়। যেমন- অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, পেটব্যথার ওষুধ প্রভৃতি। এ ছাড়া কোষ্ঠকাঠিন্যের জন্য শিশুকে বারবার পারগেটিভ জাতীয় ওষুধ দিয়ে টয়লেট করালে শিশু এর প্রতি স্বাভাবিকভাবেই নির্ভরশীল হয়ে পড়ে। তখন কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে।
শিশুদের কোষ্ঠকাঠিন্যের লক্ষণ
টয়লেট করার সময় কষ্ট অনুভূত হওয়া
কান্নাকাটি করা
শক্ত বা অল্প পরিমাণে মলত্যাগ হওয়া
পেটে ব্যথা বা পেট ফুলে থাকা
বমি বমি ভাব
রক্ত যাওয়া
খাওয়ার রুচি কমে যাওয়া
করণীয়
জন্মের পর পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। যদি ফর্মুলা মিল্ক খাওয়ান, তাহলে সঠিক প্রণালীতে তৈরি করে খাওয়াতে হবে। ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি বাচ্চার পরিপূরক খাবারে পর্যাপ্ত ফাইবার ও পানি যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এক বছর বয়সের পর থেকে বাচ্চাকে সকালে খালি পেটে পানি দিতে হবে ও নাস্তার আগে অবশ্যই টয়লেটের ট্রেনিং করাতে হবে। বাচ্চার প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পানি আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বাচ্চাদের অবশ্যই প্রতিদিন অন্তত এক ঘণ্টা খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। ঘরোয়া ব্যায়াম ও নিজের কাজ গোছানোর মতো বিষয়গুলোতেও অভ্যাস করানো জরুরি, এতে কায়িক পরিশ্রম হবে, হজমশক্তি বাড়বে এবং পেট পরিষ্কার থাকবে। বাইরের জাংক ফুড ও বেশি পরিমাণে রেড মিট না খাওয়ানোই ভালো। সেই সঙ্গে শিশুর মানসিক প্রশান্তি নিশ্চিত করতে হবে। শিশুদের কোষ্ঠকাঠিন্য গুরুতর হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মা-বাবা একটু সচেতন হলেই শিশুর এই অনাকাক্সিক্ষত সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

শাকিল হোসেন | কালিয়াকৈর, গাজীপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বুধবার বিকেলে পৌরসভার গোয়ালবাথান সুফিয়া মডেল হাইস্কুল মাঠে ৩নং ওয়ার্ড শ্রমিক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ।

পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ বলেন, “শ্রমিক সমাজের অধিকার আদায়ে শ্রমিক দলের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।”

তিনি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ ইউনুস আলী বলেন, “৩নং ওয়ার্ড শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই প্রস্তুতি সভার মাধ্যমে আমরা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”

সঞ্চালক মোঃ আহসান হাবিব বলেন, শ্রমিক দলের নীতি ও আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। আজকের এই সভা শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, সৈয়দ পাভেল রেজভী, আহ্বায়ক সদস্য মোঃ সোহেল রানা, হাবিবুর রহমান টুটুল,পৌর ২নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আরমান আলী খান, ১নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম,মোসাঃ শিমা শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সকলেই শ্রমিক দলের কার্যক্রমকে আরও দ্রুত গতিসম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সকলে শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাবা-মায়ের সামনেই বজ্রপাতে জনশ্রী রায় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জনশ্রী রায় (১১) মিত্রবাটি গ্রামের মহাদেব চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিতা-মাতা ও ভাই-বোনসহ শিশু জনশ্রী রায় (১১) বাড়ির পাশের লিচু বাগানে অবস্থান করছিল। ওই সময় আকাশের বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে শিশু জনশ্রী রায় (১১) ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম জানান, “দুপুরে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় শিশু জনশ্রী রায় (১১) বজ্রপাতে মারা যায়”।

কবিতা: হে সাহসী নারী

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
কবিতা: হে সাহসী নারী

হে সাহসী নারী
— রিয়াজুল হক সাগর

তুমি অকালে হারাতে বসেছিলে
অবহেলার দুয়ারে,
বদলাতে চেয়েছিলো এই সমাজের
হায়নার দল।
তুমি প্রতিবাদ করেছিলে তাই
তোমাকে দাবাতে পারেনি,
নারী তুমি সেই সাহসী নারী
ভয়কে করেছো অগাৎ জয়।
আজব তোমার চিত্রে অনেক কাহিনী
লেখা হয়েছিলো,
তুমি ভেঙ্গে করলে চুরমার এই সমাজে
অপশক্তিকে হার মানিয়ে দিলে।
সেই তুমি সাহসী নারী
কত দিন কেটে গেছে অবহেলায়,
অনাহারে চিৎকারে আর চোখের জলে
এখন তা আর হয় না তোমার প্রতিবাদে।

"> ">
কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু কবিতা: হে সাহসী নারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট-বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা ফুলছড়ির ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ইউনিয়ন ভূমি অফিস, ভুমি সেবায় ভোগান্তি কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক গ্রেপ্তার ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত-১ জুলাই মঞ্চের ‘বিচার বহির্ভূত হত্যা বিরোধী প্রতিনিধি’ হলেন আশুলিয়ার আজিজ দেবীগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি মদসহ যুবক আটক কালিয়াকৈরে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বারহাট্টায় বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা উদ্বোধন করলেন ইউএনও বারহাট্টায় দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সম্মেলন চিরিরবন্দরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপিত কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ডোমারে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত চিলাহাটিতে পৃথকভাবে বিএনপি ও জামাতের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন  শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত শহীদ ধীরাজ-মিজান পাঠাগার নির্বাচনের ভোটগ্রহণ চলছে ডোমারে সাবেক ভাইস-চেয়ারম্যান সহ গ্রেপ্তার-৫ সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে ঈদ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা