ডোমার ৪-০ কিশোরগঞ্জ
অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবলে জেলা চাম্পিয়ন ডোমার

— ট্রফি সহ চাম্পিয়ন ডোমার বালিকা দল
জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর নীলফামারী জেলা পর্যায়ের ফাইনালে জয়লাভ করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার উপজেলা।
মঙ্গলবার (২৮শে জানুয়ারী) বিকালে নীলফামারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে কিশোরগঞ্জ উপজেলার বিপক্ষে মানতাসা তালুকদার সিথীর হ্যাট্রিক ও দীপালী রাণীর একটি গোলে ৪-০ গোলে জয় পায় ডোমার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে দীপালী রাণী (ডোমার) ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে মানতাসা তালুকদার সিথী (ডোমার)। এছাড়া টুর্নামেন্ট জুড়ে ৭টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় ডোমারের মানতাসা তালুকদার সিথী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের বাস্তবায়নে টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় জেলা প্রশাসন ও ক্রীড়া কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি সহ সেরাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
জেলা পর্যায়ের চাম্পিয়ন হওয়ায় ডোমার উপজেলা দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
অপরদিকে, বালকদের ফাইনালে কিশোরগঞ্জ উপজেলার বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে চাম্পিয়ন হয়েছে জলঢাকা উপজেলা।
আপনার মতামত লিখুন