ট্রেন চলাচল বন্ধ যাত্রীদের চরম ভোগান্তি

দেশের অন্যান্য অঞ্চলের মতো লালমনিরহাটেও সোমবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়ছে না, যা যাত্রীদের মধ্যে তীব্র ভোগান্তি সৃষ্টি করেছে।
জানা গেছে রেলওয়ের রানিং স্টাফরা বেশ কিছু দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পার্ট অফ পে রানিং অ্যালাউন্স’ যোগ করে পেনশন আনুতোষিক প্রদান, ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের দেওয়া অসম্মতি বাতিল এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক শর্ত সংশোধন।
কর্মবিরতির কারণে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এতে ঢাকা বগুড়া গাইবান্ধা ও নাটোরগামী বহু যাত্রী বিপাকে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানার স্টেশনে টাঙানো রয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান করছেন।
ঢাকা যেতে এসেছিলেন এমন এক যাত্রী জানান আদিতমারী থেকে এসেছি, কিন্তু এসে শুনলাম ট্রেন ছাড়বে না। এখন ১৫ কিলোমিটার পথ ফিরে গিয়ে নাইট কোচের টিকিটের চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন আগে থেকে জানানো হলে এত কষ্ট হতো না। দাবির জন্য ভিন্ন কোনো উপায় বেছে নেওয়া যেত।
লালমনিরহাট স্টেশন মাস্টার নুরুন্নবী জানান ঢাকা থেকে আসা লালমনি এক্সপ্রেস এখানে পৌঁছেছে, কিন্তু সেটি আর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। অনেক যাত্রী টিকেটের টাকা ফেরত নিচ্ছেন।
রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) লিয়াকত শরীফ বলেন “রানিং স্টাফদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।
আপনার মতামত লিখুন