মাদারগঞ্জে ১৭ বছরের অভিমান ভুলে বাড়ি ফিরলেন জুয়েল মিয়া আবেগাপ্লুত স্বজনরা

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ১৭ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন জুয়েল মিয়া। জানা গেছে,১৭ বছর আগে পারিবারিক অভিমানের কারণে বাড়ি ছাড়েন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকার মৃত মোনাজ প্রামাণিকের পঞ্চম সন্তান জুয়েল মিয়া। এতদিন পরিবারের লোকজন মনে করেছিলেন হয়তো তিনি মারা গেছেন। কিন্তু গত শনিবার ( ১ ফ্রেব্রুয়ারী) রাতে সবাইকে অবাক করে অভিমান ভুলে বাড়ি ফেরেন জুয়েল মিয়া। তার এই আগমনে খুশি পরিবার ও স্বজনরা।
পেশায় কাঠমিস্ত্রি জুয়েল মিয়া, যখন তিনি অভিমান করে বাড়ি ছাড়েন তখন তার বয়স ছিল ২৭ বছর। বর্তমানে তার বয়স চলছে ৪৪ বছর। আরও জানা গেছে,১৭ বছর আগে পরিবারের সাথে বনিবনা না হওয়ায় তার স্ত্রী দুই সন্তান রেখে জুয়েল মিয়াকে তালাক দিয়ে পরিবার ছেড়ে অন্যত্রে সংসার বাধেন। ১ বছর পর জুয়েল মিয়া তার বড়ভাই মোতাহারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে পরিবারের উপর অভিমান করে দুই সন্তান রেখে বাড়ী ছেড়ে চলে যায়। এতে দুই সন্তান হয়ে পড়েন বাবা-মা হারা। জুয়েল মিয়ার বড় মেয়ে মুক্তি আক্তার বয়স এখন ২৪। আছে স্বামী ও সন্তান। মুক্তি আক্তার কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, আমরা বাবা-মা`র আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। দীর্ঘ ১৭টি বছর বাবা-মার ভালবাসা পাইনি। আজ আমাদের বাবাকে ফিরে পেয়েছি,এর চেয়ে আমাদের জীবনে আর আনন্দের খবর নেই। গত ১৭টি বছর কোথায় ছিলেন জানতে চাইলে জুয়েল মিয়া বলেন,আমি গাজিপুরে ছিলাম এতদিন। আমি আমার বাকী বাকি জীবন ছেলে মেয়েদের সাথে কাটাতে চাই। বলে ছেলে মেয়েদের কাছে পেয়ে আমিও অনেক আনন্দিত।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জুয়েল মিয়া আমার প্রতিবেশী। তাকে আমি ভালভাবে চিনি। সে গত ১৭ বছর আগে নিখোঁজ হয়।আমরা মনে করছিলাম হয়তো সে আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ তার আগমনে তার পরিবার আজ অনেক আনন্দিত।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা জুয়েল মিয়া দীর্ঘ ১৭ বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছে। এতে তার পরিবার ও স্বজনরা অনেক আনন্দিত। সে তার পৈত্রিক বসতবাড়ীতে থাকতে চাইলে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
আপনার মতামত লিখুন