খুঁজুন
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

ইতালিফেরত পাত্রীর’ পোস্টে ক্লিক করলেই চলে যায় জুয়ার সাইটে

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
ইতালিফেরত পাত্রীর’ পোস্টে ক্লিক করলেই চলে যায় জুয়ার সাইটে

পাত্রের খোঁজে’ ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টদাতা নিজের ‘পরিচয়’ দেন ইতালিফেরত তরুণী (২৯) হিসেবে। পোস্টে দাবি করা হয়, ইতালিতে চার বিঘা জমির ওপর তাঁর দোতলা একটি বাড়ি আছে। ইতালিতে তাঁর একটি কফি শপ রয়েছে। বিয়ের পর স্বামীকে তিনি ইতালি নিয়ে যাবেন।

আরও বিস্তারিত জানার জন্য পোস্টের কমেন্ট অংশে একটি লিংক দেওয়া হয়। লিংকে ‘ক্লিক’ করলেই চলে যাচ্ছে বিভিন্ন জুয়া, বিদেশি মুদ্রা বিনিময় ও ক্রিপ্টোকারেন্সির (ডিজিটাল বা ভার্চ্যুয়াল মুদ্রা) সাইটে।

গত জুলাই থেকে বিভিন্ন ফেসবুক পেজে ‘ইতালিফেরত এই পাত্রীর জন্য পাত্রের সন্ধান’ চেয়ে অন্তত ৩৫টি পোস্টের সন্ধান পেয়েছে অরাজনৈতিক অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব। তারা দেখেছে, এসব পোস্টের বিষয়বস্তু প্রায় একই; যদিও কোনো কোনো পোস্টে বয়স, জমির পরিমাণ ও পাত্রীর ছবিতে ভিন্নতা রয়েছে।

ডিসমিসল্যাব গতকাল রোববার নিজেদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ‘পাত্র চাই’ লেখা ৪৩০টি পোস্ট বিশ্লেষণ করেছে ডিসমিসল্যাব। তারা দেখেছে, এ ধরনের পোস্টে ক্লিক করলে ৯২ শতাংশ ক্ষেত্রে জুয়া বা বিদেশি মুদ্রা বিনিময়ের সাইটে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রতারণার সঙ্গে শতাধিক ফেসবুক পেজ, প্রোফাইল, গ্রুপ ও সংগঠনের সম্পৃক্ততা পেয়েছে ডিসমিসল্যাব।

৪৩০টি পোস্ট বিশ্লেষণ করে আরও দেখা যায়, এগুলো (পোস্ট) ১১ হাজারের বেশি শেয়ার হয়েছে। এতে কয়েক হাজার মন্তব্য পড়েছে। পোস্টে ছিল দুই লাখের বেশি ‘রিঅ্যাকশন’। পোস্ট দেখে বহু মানুষ প্রতারিত হয়েছেন। পোস্টের কমেন্টে অনেকেই যোগাযোগের তথ্য চেয়েছেন। অনেকে নিজেদের মুঠোফোন নম্বর দিয়েছেন যোগাযোগ করার জন্য।

আরও পড়ুন
রাজনীতিতে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা কমেছে, খেলায় বেড়েছে
০৩ মে ২০২৪
রাজনীতিতে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা কমেছে, খেলায় বেড়েছে
যদিও কিছু মন্তব্যকারী এসব ভুয়া পোস্টের ব্যাপারে সতর্ক করেছেন। তবে বড় একটা অংশই এ সতর্কবার্তাকে উপেক্ষা করে সত্যিকারের আগ্রহ দেখিয়েছেন।

বিশ্লেষণে দেখা গেছে, ৪৩০টি পোস্টে ১০১টি সংক্ষেপিত লিংক রয়েছে। এক লিংক একাধিক পোস্টের নিচে যুক্ত করা হয়েছে। এর মধ্যে ৮২টি লিংক জুয়া বা বিদেশি মুদ্রা বিনিময় সাইটে নিয়ে গেছে, যেখানে ব্যবহারকারীদের অর্থ আয় করার জন্য ক্লিক করতে উদ্বুদ্ধ করা হয়েছে। ছয়টি লিংক ছিল ক্ষতিকর। এ ছয় লিংকে ক্লিক করলে তথ্য চুরি হওয়া ও ক্ষতিকর সফটওয়্যারে (ম্যালওয়্যার) আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। ১৩টি লিংক ক্ষতিকর ছিল না। ১০১টি লিংকের কোনোটিতেই পাত্রীর সঙ্গে যোগাযোগের জন্য কোনো ধরনের তথ্য দেওয়া ছিল না।

‘পাত্রের সন্ধানে’ এসব পোস্টের কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মডেল বা জনপ্রিয় নারী ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা হয়েছে।

পোস্টের নিচে যুক্ত করা লিংকে ক্লিক করলে কোথায় নিয়ে যায়, তা দেখার চেষ্টা করেছে ডিসমিসল্যাব। এ রকম একটি পোস্টের নিচে দেওয়া লিংকে ক্লিক করে দেখা যায়, ফরেক্স ট্রেডিং সাইট কোটেক্সে (Quotex) নিয়ে গেছে। দ্বিতীয়বার ক্লিক করলে বাজি ধরার সাইট জিত-বাজে (Jit-baaj) নিয়ে যায়। এভাবে বিভিন্ন রকম বাজি ধরার সাইটে নিয়ে যাওয়া হয়।

ডিসমিসল্যাব এ রকম কিছু বাজি ধরার বা জুয়ার সাইটের সন্ধান পেয়েছে। এর মধ্যে আরও রয়েছে ক্রিকিয়া, বাবু ৮৮, বাজি, সিক্স ৬ বিডি, সিক্স ৬ এসবিডিটি অনলাইন। বিদেশি মুদ্রা বিনিময় সাইটের মধ্যে কোটেক্স ছাড়াও রয়েছে পকেট অপশন। প্রলোভনে পড়ে কেউ এসব লিংকে ক্লিক করলে আর্থিকভাবে লাভবান হয় প্রতারকেরা।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্রিপ্টোকারেন্সি বিনিময়, স্থানান্তর ও ব্যবসার অনুমোদন দেয় না বাংলাদেশ ব্যাংক। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে এ ধরনের লেনদেন অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। গত বছরের আগস্টে কেন্দ্রীয় ব্যাংক হুন্ডি, অনলাইন জুয়া, গেমিং, বাজি ধরা ও ক্রিপ্টো ব্যবসার বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা পুনর্ব্যক্ত করে। অনলাইন বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধে উচ্চ আদালতও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছেন।

প্রলোভন দেখিয়ে লিংকে ক্লিক করানো সাইবার জগতের পুরোনো কৌশল বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মঈনুল হোসেন। তাঁর পরামর্শ, কিসের জন্য লিংক, সেটা ভালোভাবে না বুঝে বা নির্ভরযোগ্য উৎস্য থেকে কেউ না দিলে, সেখানে ক্লিক করা উচিত নয়। কারণ, লিংক খুব ভয়ংকর, যার মাধ্যমে অনেক বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

প্রতারণা থেকে সুরক্ষার উপায় বর্ণনা করে বি এম মঈনুল হোসেন প্রথম আলোকে বলেন, বহু মানুষের সাইবার জ্ঞান নেই। তাদের পক্ষে ক্ষতিকর লিংক বোঝা সম্ভব হয় না। এ ক্ষেত্রে ব্যবহারকারীর নিজ উদ্যোগ গুরুত্বপূর্ণ। ক্লিক করে জুয়ার সাইটে চলে গেলেও সেখান থেকে ব্যবহারকারীকে নিজ উদ্যোগে ফিরে আসতে হবে। এ ধরনের পোস্ট প্রদানকারী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সরকারকে। আর পেমেন্টের জায়গায় দেশের কিছু এজেন্ট থাকে। তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিতে পারে।

 

কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

শাকিল হোসেন | কালিয়াকৈর, গাজীপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বুধবার বিকেলে পৌরসভার গোয়ালবাথান সুফিয়া মডেল হাইস্কুল মাঠে ৩নং ওয়ার্ড শ্রমিক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ।

পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ বলেন, “শ্রমিক সমাজের অধিকার আদায়ে শ্রমিক দলের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।”

তিনি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ ইউনুস আলী বলেন, “৩নং ওয়ার্ড শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই প্রস্তুতি সভার মাধ্যমে আমরা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”

সঞ্চালক মোঃ আহসান হাবিব বলেন, শ্রমিক দলের নীতি ও আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। আজকের এই সভা শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, সৈয়দ পাভেল রেজভী, আহ্বায়ক সদস্য মোঃ সোহেল রানা, হাবিবুর রহমান টুটুল,পৌর ২নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আরমান আলী খান, ১নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম,মোসাঃ শিমা শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সকলেই শ্রমিক দলের কার্যক্রমকে আরও দ্রুত গতিসম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সকলে শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাবা-মায়ের সামনেই বজ্রপাতে জনশ্রী রায় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জনশ্রী রায় (১১) মিত্রবাটি গ্রামের মহাদেব চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিতা-মাতা ও ভাই-বোনসহ শিশু জনশ্রী রায় (১১) বাড়ির পাশের লিচু বাগানে অবস্থান করছিল। ওই সময় আকাশের বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে শিশু জনশ্রী রায় (১১) ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম জানান, “দুপুরে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় শিশু জনশ্রী রায় (১১) বজ্রপাতে মারা যায়”।

কবিতা: হে সাহসী নারী

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
কবিতা: হে সাহসী নারী

হে সাহসী নারী
— রিয়াজুল হক সাগর

তুমি অকালে হারাতে বসেছিলে
অবহেলার দুয়ারে,
বদলাতে চেয়েছিলো এই সমাজের
হায়নার দল।
তুমি প্রতিবাদ করেছিলে তাই
তোমাকে দাবাতে পারেনি,
নারী তুমি সেই সাহসী নারী
ভয়কে করেছো অগাৎ জয়।
আজব তোমার চিত্রে অনেক কাহিনী
লেখা হয়েছিলো,
তুমি ভেঙ্গে করলে চুরমার এই সমাজে
অপশক্তিকে হার মানিয়ে দিলে।
সেই তুমি সাহসী নারী
কত দিন কেটে গেছে অবহেলায়,
অনাহারে চিৎকারে আর চোখের জলে
এখন তা আর হয় না তোমার প্রতিবাদে।

"> ">
কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু কবিতা: হে সাহসী নারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট-বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা ফুলছড়ির ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ইউনিয়ন ভূমি অফিস, ভুমি সেবায় ভোগান্তি কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক গ্রেপ্তার ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত-১ জুলাই মঞ্চের ‘বিচার বহির্ভূত হত্যা বিরোধী প্রতিনিধি’ হলেন আশুলিয়ার আজিজ দেবীগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি মদসহ যুবক আটক কালিয়াকৈরে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বারহাট্টায় বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা উদ্বোধন করলেন ইউএনও বারহাট্টায় দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সম্মেলন চিরিরবন্দরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপিত কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ডোমারে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত চিলাহাটিতে পৃথকভাবে বিএনপি ও জামাতের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন  শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত শহীদ ধীরাজ-মিজান পাঠাগার নির্বাচনের ভোটগ্রহণ চলছে ডোমারে সাবেক ভাইস-চেয়ারম্যান সহ গ্রেপ্তার-৫ সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে ঈদ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা