খুঁজুন
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

যে কারণে ৮৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
যে কারণে ৮৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।

নিজেদের প্ল্যাটফর্মকে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার জন্য প্রায়ই কাটছাঁট চালায় মেটা। প্রতিনিয়ত নতুন নতুন নিয়মও আনে প্রতিষ্ঠানটি, যেগুলো অমান্য করলেই শান্তির আওতায় আনা হয় ব্যবহারকারীদের। এবার এসব নিয়ম না মানায় সম্প্রতিপ্রায় ৮৪ লাখ (৮.৪ মিলিয়ন) অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ তাদের নিজস্ব সুরক্ষা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং অন্যান্য প্রযুক্তির সাহায্যে প্ল্যাটফর্মে অপব্যবহার রোধে কাজ করছে। বিপুল সংখ্যক ব্যবহারকারী থাকায় হ্যাকাররা মেটা মালিকানাধীন অ্যাপটিকে বারবার টার্গেট করে। এর ফলে নতুন নিয়ম আনে অ্যাপটি। সম্প্রতি এই নিয়ম না মানার কারণে ভারতের প্রায় ৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই স্প্যাম বা অটোমেটেড বার্তা পাঠানোর কারণে বাতিল করা হয়েছে।

তথ্য প্রযুক্তি নিয়ম ২০২১-এর ধারা ৪(১)(ডি) এবং ধারা ৩এ(৭) মেনে হোয়াটসঅ্যাপের নীতি লঙ্ঘন বা অবৈধ কার্যকলাপে জড়িত অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত হোয়াটসঅ্যাপের প্রো-অ্যাকটিভ ডিটেকশন মেকানিজমের মাধ্যমে হয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৬১ হাজার অ্যাকাউন্ট কোনো ব্যবহারকারীর অভিযোগ দায়ের করার আগেই বন্ধ করা হয়। সেই সঙ্গে ২০২৪ সালের আগস্টে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পক্ষ থেকে ১০ হাজার ৭০৭টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ৯৩টির বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করেছে।

কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

শাকিল হোসেন | কালিয়াকৈর, গাজীপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বুধবার বিকেলে পৌরসভার গোয়ালবাথান সুফিয়া মডেল হাইস্কুল মাঠে ৩নং ওয়ার্ড শ্রমিক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ।

পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ বলেন, “শ্রমিক সমাজের অধিকার আদায়ে শ্রমিক দলের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।”

তিনি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ ইউনুস আলী বলেন, “৩নং ওয়ার্ড শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই প্রস্তুতি সভার মাধ্যমে আমরা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”

সঞ্চালক মোঃ আহসান হাবিব বলেন, শ্রমিক দলের নীতি ও আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। আজকের এই সভা শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, সৈয়দ পাভেল রেজভী, আহ্বায়ক সদস্য মোঃ সোহেল রানা, হাবিবুর রহমান টুটুল,পৌর ২নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আরমান আলী খান, ১নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম,মোসাঃ শিমা শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সকলেই শ্রমিক দলের কার্যক্রমকে আরও দ্রুত গতিসম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সকলে শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাবা-মায়ের সামনেই বজ্রপাতে জনশ্রী রায় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জনশ্রী রায় (১১) মিত্রবাটি গ্রামের মহাদেব চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিতা-মাতা ও ভাই-বোনসহ শিশু জনশ্রী রায় (১১) বাড়ির পাশের লিচু বাগানে অবস্থান করছিল। ওই সময় আকাশের বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে শিশু জনশ্রী রায় (১১) ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম জানান, “দুপুরে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় শিশু জনশ্রী রায় (১১) বজ্রপাতে মারা যায়”।

কবিতা: হে সাহসী নারী

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
কবিতা: হে সাহসী নারী

হে সাহসী নারী
— রিয়াজুল হক সাগর

তুমি অকালে হারাতে বসেছিলে
অবহেলার দুয়ারে,
বদলাতে চেয়েছিলো এই সমাজের
হায়নার দল।
তুমি প্রতিবাদ করেছিলে তাই
তোমাকে দাবাতে পারেনি,
নারী তুমি সেই সাহসী নারী
ভয়কে করেছো অগাৎ জয়।
আজব তোমার চিত্রে অনেক কাহিনী
লেখা হয়েছিলো,
তুমি ভেঙ্গে করলে চুরমার এই সমাজে
অপশক্তিকে হার মানিয়ে দিলে।
সেই তুমি সাহসী নারী
কত দিন কেটে গেছে অবহেলায়,
অনাহারে চিৎকারে আর চোখের জলে
এখন তা আর হয় না তোমার প্রতিবাদে।

"> ">
কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু কবিতা: হে সাহসী নারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট-বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা ফুলছড়ির ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ইউনিয়ন ভূমি অফিস, ভুমি সেবায় ভোগান্তি কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক গ্রেপ্তার ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত-১ জুলাই মঞ্চের ‘বিচার বহির্ভূত হত্যা বিরোধী প্রতিনিধি’ হলেন আশুলিয়ার আজিজ দেবীগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি মদসহ যুবক আটক কালিয়াকৈরে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বারহাট্টায় বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা উদ্বোধন করলেন ইউএনও বারহাট্টায় দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সম্মেলন চিরিরবন্দরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপিত কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ডোমারে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত চিলাহাটিতে পৃথকভাবে বিএনপি ও জামাতের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন  শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত শহীদ ধীরাজ-মিজান পাঠাগার নির্বাচনের ভোটগ্রহণ চলছে ডোমারে সাবেক ভাইস-চেয়ারম্যান সহ গ্রেপ্তার-৫ সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে ঈদ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা